রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৪:৪৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ, একজনের প্রত্যাহার

মাহবুব আলম লাভলু
চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ, একজনের প্রত্যাহার

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একজন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করছেন।

শনিবার (৩ জানুয়ারি-২০২৬) বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

যাচাই-বাছাই পর্বে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আবদুল মোবিন, স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মানসুর আহমেদ সাকি, আমার বাংলাদেশ পার্টির মনোনীত রাশিদা আক্তার, বাংলাদেশ লেবার পার্টি নাসিমা নাজনীন সরকার ও স্বতন্ত্র প্রার্থী মো. ফয়জুন্নুর আখন। মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এমএ শুক্কুর পাটোয়ারী।

কী কারণে অবৈধ ঘোষিত হলেন প্রার্থীরা : ডা. আবদুল মোবিন : বাংলাদেশ জামায়াতে ইসলামী (নির্বাচনী বিধি অনুযায়ী তথ্যগত ত্রুটি), তানভীর হুদা : স্বতন্ত্র (১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি), মানছুর আহমেদ সাকী : ইসলামী আন্দোলন বাংলাদেশ (কারিগরি ও নথিগত অসঙ্গতি), নাসিমা নাজনীন সরকার : বাংলাদেশ লেবার পার্টি (ঋণ খেলাপি, যমুনা ব্যাংক), রাশিদা আক্তার মিতু : এবি পার্টি (হলফনামায় শনাক্তকারীর স্বাক্ষর না থাকায়), ফয়েজুন্নুর আখন রাসেল : বাংলাদেশ রিপাবলিকান পার্টি (প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি)

বৈধ ঘোষণা হওয়া ৫ প্রার্থী হলেন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো. জালাল উদ্দিন, জাতীয় পার্টির মনোনীত মো. এমরান হোসেন মিয়া, এলডিপি মনোনীত বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের মনোনীত গোলাফ হোসেন, নাগরিক ঐক্যের মনোনীত এনামুল হক।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেন, “মহান আল্লাহ তায়ালার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। দল আমার ওপর যে আস্থা রেখেছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। ধানের শীষ শুধু আমার প্রতীক নয়, এটি এই এলাকার সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতীক।” তিনি আরও বলেন, গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাআল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুর-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়