প্রকাশ : ০১ জুলাই ২০২১, ২১:৪০
পুরানবাজারে সর্বত্র লকডাউন পরিলক্ষিত
চাঁদপুরের বাণিজ্যিক বন্দর পুরানবাজারের সর্বত্র লকডাউন দেখা যায়। গত ৩ দিনের সীমিত লকডাউনসহ আগেকার লকডাউনগুলো পুরানবাজারে তেমনভাবে কার্যকর না হলেও আজকের কঠোর লকডাউন পালনে ব্যবসায়িদের আন্তরিকতার কোনো অভাব ছিল না বলেই মনে হয়েছে।
|আরো খবর
তবে মূল বাণিজ্যক কেন্দ্র বাতাসা পট্রি, ডাল পট্রি, মিয়া পট্রি, তামাক পট্রির গুটি কয়েক পাইকারী মুদি দোকান খোলা থাকলেও যোগী পট্রি, ফল পট্রি, ট্রাংক পট্রি, আড়ৎ পট্রি, মসজিদ পট্রির সুতা, জুতা, কসমেটিক, জামা-কাপড়সহ বিভিন্ন সামগ্রির দোকানপাট ছিল বন্ধ। এছাড়া চাঁদপুর চেম্বার ভবনও ছিল তালাবদ্ধ।
লোহারপোল চত্বরেও দেখা গেছে একই চিত্র। ২/১ টি ঠেলা গাড়ী আর রিক্সা ছাড়া মটরচালিত যানবাহন তেমনভাবে চোঁখে পড়েনি। তবে এজন্য পুলিশের সতর্ক দৃষ্টি ছিল সর্বত্র। লকডাউন কার্যকরে পুরানবাজার পুলিশ ফাঁড়ির সদস্যগণ সকাল থেকেই বাজার এলাকাসহ পুরাণবাজার লোহারপুল এলাকায় সতর্কতার সাথে অবস্থান নেন। তারা নতুনবাজারসহ দক্ষিন পালপাড়া, জাফরাবাদ, বহরিয়া, দোকানঘর, পুরানবাজার এলাকার বিভিন্ন রাস্তা ধরে আসা সিএনজি, অটো রিক্সা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন লোহারপুল চত্বরে আটকে দেন।
পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আমরা সীমিত আকারে লকডাউন চলাকালীন সময় থেকেই সিএনজি অটোরিক্সা চলাচলে কঠোর অবস্থান গ্রহণ করি। এ সময় আমরা যানবাহন আটকসহ লকডাউন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।