প্রকাশ : ২১ মে ২০২৫, ২১:০২
সড়ক সংস্কারের দাবিতে উত্তাল পুরানবাজারের লোহারপুল-দোকানঘর এলাকা

চাঁদপুর পৌরসভার পুরাণবাজার লোহারপুল হতে মক্কা মিল-পালপাড়া জাফরাবাদ-দোকানঘর পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বুধবার (২১ মে ২০২৫) সারাদিন উত্তাল ছিলো এলাকা। পুরাণবাজার-হাইমচর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি গত ৩-৪ বছর যাবত বেহাল থাকার পরও সংস্কার না করায় চাঁদপুর পৌরসভা ও এলজিইডির গাফিলতিকে দোষারোপ করেছেন বিক্ষুব্ধ লোকজন।
আগের দিন মঙ্গলবারের মতো বুধবার (২১ মে ২০২৫) সারাদিন রাস্তা সংস্কারের দাবিতে এবং জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের আশ্বাস পেতে রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। দীর্ঘ সময় এই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগের শিকার হন যাত্রী সাধারণ ও এলাকাবাসী। উত্তাল পরিস্থিতিতে বিক্ষুব্ধ মানুষকে শান্ত করতে পুলিশ সেখানে গেলেও আগে রাস্তা সংস্কার, তারপর অবরোধ তুলে নেয়া হবে বলে কঠোর বার্তা দেয় ভুক্তভোগীরা।
এ সময় রঘুনাথপুর থেকে শুরু করে পুরাণবাজার ব্রিজ, পালপাড়া-জাফরাবাদ মোড় ও এমদাদিয়া মাদ্রাসা সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, পৌরসভার এটুকু রাস্তা চলাচলের জন্যে একেবারেই অনুপযোগী। সাধারণ মানুষ অনেক কষ্ট পাচ্ছে। গর্তে ভরা ভাঙ্গা এই রাস্তাটি বছরের পর বছর বেহাল থাকার পরও সংস্কার করছে না পৌর কর্তৃপক্ষ। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে পরে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। ছবিতে রাস্তা আটকে এভাবেই বিক্ষোভ করতে দেখা যাচ্ছে বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও এলাকাবাসীকে।