প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৩
ফরিদগঞ্জে আগুনে পুড়ে দোকান কর্মচারীর মৃত্যু ॥ পুড়ে গেছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ সময় দোকানের ভেতরে আটকা পড়ে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর দোকান কর্মচারীর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এই ঘটনা ঘটে।
নিহত সাব্বির একই ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে জয়নালের ভ্যারাইটিজ স্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় দোকানের সামনে আগুন জ্বলছিল এবং পেছনের দরজায় তালা থাকায় সাব্বির হোসেন বের হতে পারেনি। এতে সে আগুনে পুড়ে মারা যায়।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো ডা. ইমাম হোসেনের ফার্মেসি, নজরুল ইসলামের মাছের খাদ্যের দোকান, জহির হোসেনের ওয়ার্কশপ, রুবেলের সাইকেল গ্যারেজ, মাওলানা শাহ আলমের হার্ডওয়্যার দোকান এবং জয়নালের ভ্যারাইটিজ স্টোর।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ও পার্শ্ববর্তী হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে ও ক্ষতিগ্রস্ত ৬টি প্রতিষ্ঠানের প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।
ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত সাব্বিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর সাহার বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।








