প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৯
নতুন বই যাচ্ছে স্কুলে স্কুলে

প্রতি বছরের মতো এবারও ২০২৬ নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা নতুন বই পাবে। সে লক্ষ্যে সরকারি গুদাম থেকে স্কুলে স্কুলে চাহিদা অনুযায়ী বই পাঠানো হচ্ছে। আগামী ১ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হবে। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার সরকারি ও বেসরকারি মোট ১ হাজার ৭২০টি বিদ্যালয়ের ২ লাখ ৬১ হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর জন্যে ১২ লাখ ৬৬ হাজার ২০৪টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণির জন্যে ৬ লাখ ১৫ হাজার ৮০০টি, চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্যে ৫ লাখ ৯১ হাজার ৭৭২টি এবং প্রাক্-প্রাথমিক স্তরের বইয়ের সংখ্যা ৫৮ হাজার ৬৩২টি।
|আরো খবর
চাঁদপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ১৫৬টি, কিন্ডারগার্টেন (কেজি) স্কুল ৫৫৬টি এবং উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক স্তর রয়েছে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে। এসব বিদ্যালয়ে বই বিতরণ করা হবে। নতুন বছরের প্রথম দিন থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, জানুয়ারি মাসের ১ তারিখে সারা দেশের স্কুলে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।






