রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২১:০৮

মির্জাপুরে খানকায়ে ছালেহিয়ায় তালীমী জলছায় দোয়া চাইলেন মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

স্টাফ রিপোর্টার।।
মির্জাপুরে খানকায়ে ছালেহিয়ায় তালীমী জলছায় দোয়া চাইলেন মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ
মির্জাপুরে খানকায়ে ছালেহিয়ায় তালীমী জলছায় বক্তব্য রাখছেন সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মির্জাপুর খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে মাসিক তালীমী জলছা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব তালীমের পর জলছায় চাঁদপুর-হাইমচর  নির্বাচনী এলাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ দোয়া চেয়েছেন। 

তালীমী জলছায় উপস্থিত ছিলেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার, সহ-সভাপতি অধ্যক্ষ মাও. মো. আনিছুর রহমান, অধ্যক্ষ মাও.  মিজানুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলার সভাপতি মাও. আব্দুর রউফ খান, সাধারণ সম্পাদক মো. নবাব খান ও সাংগঠনিক সম্পাদক মাও. নোমান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জহিরুল ইসলাম কাজীসহ জমইয়াতে হিযবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এএইচএম আহসান উল্লাহ বলেন, খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্স চাঁদপুরবাসীর আমলিয়াতের তালীমের মজলিস। এটি ছারছীনা পীর ছাহেবের একটি দ্বীনি মারকাজ। এ মারকাজে আলেমদের মিলনমেলা। আলেমরা হলন নবীর ওয়ারিশ। তাই তাঁদের কাছে ছুটে আসলাম দোয়ার জন্যে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়