রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৪

কচুয়া বিএনপির সমন্বয়কের নেতৃত্বে ১১৭ ওয়ার্ডের প্রতিনিধি সম্মেলন ও মিছিল

মোহাম্মদ মহিউদ্দিন।।
কচুয়া বিএনপির সমন্বয়কের নেতৃত্বে  ১১৭ ওয়ার্ডের  প্রতিনিধি সম্মেলন ও মিছিল
কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর নেতৃত্বে বিশাল মিছিল।

আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্যে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কচুয়া উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির ১১৭টি ওয়ার্ড বিএনপির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী‌।

উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম ও পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিবের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান, যুগ্ম আহ্বায়ক অ্যাড. মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব আমান উল্লাহ আমান ও যুগ্ম আহ্বায়ক এনামুল হক প্রধান।

ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন শেষে কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজীর নেতৃত্বে বিশাল মিছিল কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে কচুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কচুয়া বিশ্বরোড হয়ে কচুয়া দক্ষিণ বাজার পল্টন ময়দানে এসে শেষ হয়। উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতা-কর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়