প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:১১
চাঁদপুুর সদরকে ১ গোলে হারিয়ে ডিসি কাপের ফাইনালে মতলব উত্তর

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২১ তম জেলা প্রশাসক ( ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো মতলব উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে লড়েন চাঁদপুুর সদর ও মতলব উত্তর উপজেলা ফুটবল দল।
|আরো খবর
চাঁদপুর জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে সেমি-ফাইনালে দুটি দলই শক্তিশালী দল নিয়ে মাঠে নামেন । বৃষ্টিবিঘ্নিত মাঠে খেলার শুরু থেকেই মতলব উত্তর উপজেলা দলের খেলোয়াড়রা সদরের ডি বক্সে আক্রমণ শুরু করেন। খেলার ২৬ মিনিটের সময় সদরের ডি বক্সে জটলার মধ্য থেকে জয়সূচক গোলটি করেন মতলবের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওমর সানি। খেলার প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে চাঁদপুর সদর কিছুটা আক্রমণাত্মক খেলা শুরু করলে মতলবের রক্ষণভাগের খেলোয়াড়দের রক্ষণাত্মক খেলার কারণে কোনো গোল দিতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজা পযন্ত ১ গোলের ব্যবধানে মতলব উত্তর ফাইনালে উঠে। খেলাশেষে মতলব উত্তর উপজেলার সেরা খেলোয়াড় সানিকে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। এ সময় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।