প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:১১
শ্রীমঙ্গলে বিদেশি মদ উদ্ধার, মাদক কারবারিসহ আটক ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আটক হয়েছে দণ্ডপ্রাপ্ত এক আসামি। মঙ্গলবার (২৩ সেপেটম্বর ২০২৫) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পালের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে রাজেশ রাজগড় (২০)-কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রাজেশ রাজগড়ের হেফাজত থেকে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
|আরো খবর
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।