বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬

জেলা প্রশাসক কাপে বুধবার খেলবে কচুয়া ও মতলব উত্তর উপজেলা

শাহরাস্তির কাছে ১-০ গোলে হেরেছে হাইমচর

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
জেলা প্রশাসক কাপে বুধবার খেলবে কচুয়া ও মতলব উত্তর উপজেলা
সেরা খেলোয়াড় শাহরাস্তির গোলকিপার মিলনকে পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক বোরহান খান।

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় জয়লাভ করেছে শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল। বুধবার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে লড়বে কচুয়া ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলতে নামে শাহরাস্তি ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল। খেলার প্রথমার্ধে শাহারাস্তির সবুজ ১ গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের খেলা ১-০ গোলে শেষ হয়।

খেলার দ্বিতীয়ার্ধে বৃষ্টিবিঘ্নিত মাঠে হাইমচর উপজেলার খেলোয়াড়রা বেশ আক্রমণাত্মক খেলা খেলেন। গোল পরিশোধের জন্যে তারা বেশ ক'টি সুযোগ নষ্ট করেন। মাঠে শাহরাস্তির চেয়ে হাইমচরের খেলোয়াড়রা দর্শকদের ভালো খেলা উপহার দেন।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শাহরাস্তির গোলকিপার মিলন। খেলা শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক বোরহান খান। এ সময় ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই ও জিন্নাহ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা দলের খেলোয়াড়রা হলেন : রাহুল, রিয়াদ, ইমরান, আল-আমিন, এমরান, অভি, সোহাগ, রাফি, শাহাদাত, ইমন ও নুর হোসেন।

শাহরাস্তি উপজেলা দলের খেলোয়াড়রা হলেন : মিলন, মেহেদী, রুমন, রকিব, শাকিল, মেহেদী (২), মিরাজ, বাদল, বাপ্পি, সবুজ, আল-আমিন ও শোয়েব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়