রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৮

পল্লী বিদ্যুতের অবহেলায় যে কোনো সময় ঘটতে পারে বড়ো ধরনের দুর্ঘটনা

পলাশ দে ॥
পল্লী বিদ্যুতের অবহেলায় যে কোনো সময় ঘটতে  পারে বড়ো ধরনের দুর্ঘটনা

চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাটস্থ ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের গেইট সংলগ্ন চায়ের দোকানের পাশে অবস্থিত একটি বড়ো রেইনট্রি গাছের ওপর পল্লী বিদ্যুতের তার প্রতিনিয়ত ঘর্ষণের ফলে প্রায়ই আগুন ধরে। এতে পার্শ্ববর্তী চারতলা বাড়ির লোকজনসহ চলাচলকারী সাধারণ মানুষ আতঙ্কে থাকে। গত কয়েকদিন যাবত এ ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা আরো বলেন, পল্লী বিদ্যুতের লোকদের বিষয়টি জানালেও অদ্য পর্যন্ত তারা বিষয়টি সম্পর্কে কর্ণপাত করেননি। চারতলা বিল্ডিংটিতে একটি মাদ্রাসা রয়েছে, যেখানে অনেক কোমলমতি শিশুরা পড়ালেখা করে। তারা সব সময় ভয়ের মধ্যে থাকে। এছাড়াও ইউনিয়ন পরিষদে নিজেদের প্রযোজনীয় কাজের জন্যে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজনের সমাগম হয়।

এলাকাবাসীর দাবি, কোনো দুর্ঘটনা ঘটার আগে জরুরি ভিত্তিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়