বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৭

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং  পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন
অনলাইন ডেস্ক

প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী সংগ্রাম পরিষদের আয়োজনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ষোলঘর চাঁদপুর সেচ প্রকল্প কার্যালয়ের সম্মুখ সড়কে এ মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহউদ্দিন।

মানববন্ধনে অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাছির উদ্দিন, ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো. ইমাম হোসেন, চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাহিন, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফাহিম শিহাব ইভান, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার, মাজহারুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. সোহানুর রহমান, মো. শামীম মিয়া, চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী মো. জুয়েল আহমেদ,

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী আবুল হাসনাত, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর মনির আহমেদ ভূঁইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়