শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১১

হাজীগঞ্জে দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ

হাজীগঞ্জে দুই দিন ধরে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। হাজীগঞ্জের হোটেল মালিক, সুশীল সমাজ ও সাংবাদদিকদের অংশগ্রহণে এই প্রশিক্ষন ৫টি ব্যাচে ১২৫ জন্য অংশ নেন। গত সোমবার প্রশিক্ষনের উদ্ধোধন সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন। প্রশিক্ষণের সার্বিক তত্বাবধানে ছিলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, চাঁদপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ মুনতাসির মামুন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জেলা উপ-পরিচালক নূর হোসেন রুবেল। প্রশিক্ষনে নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ও মেডিকলে অফিসার ডা. ইফফাত রুবাইয়া নাসির।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ এবং উপজেলা পরিষদের আয়োজনে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় এই প্রশিক্ষণ বাস্তবায়ন করেন বাজার দর পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটি। প্রশিক্ষনে জনসচেতনতার লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তন ও অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষনে উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন বলেন, আমাদের নিজেদের খাদ্য আমরা কতটুকু বিশুদ্ধ খাবো সেটা আমাদেরকে দেখতে হবে। বিশুদ্ধ খাদ্য অভ্যাস আমরা নিজেরা গড়ে তুললে এক সময় ভেজাল বিক্রেতারা ভেজাল দেয়া বন্ধ করে দিবে। আইন প্রয়োগ করে নয়, জনসচেতনতায় নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করা সম্ভব।

প্রশিক্ষনে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা ডেপেলপমেন্ট ফ্যাসিলেটর (ইউডিএফ) মোহাম্মদ সফি উল্যাহ প্রমুখ। এ সময় প্রশিক্ষনের অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রশিক্ষকগণ এবং নিরপাদ খাদ্য আইন- ২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়