প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৭:০১
আদালতের আদেশে ৩৫ বছর পর দোকানের জায়গা ফেরত পেলেন সোহেল পাটোয়ারী
পুরাণবাজার লোহার পুলে উচ্ছেদ অভিযান

দীর্ঘ ৩৫ বছর পর আদালতের রায়ে বেদখল হওয়া ব্যক্তি মালিকানাধীন দোকানের জায়গা ফিরে পেলেন চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজার পূর্ব জাফরাবাদ এলাকার এম এ সবুর পাটোয়ারীর ছেলে সোহেল পাটোয়ারী। সোমবার (২১ জুলাই ২০২৫) সকালে পুরাণবাজার লোহারপুল রয়েজ রোডস্থ অন্যের দখলে থাকা ৫টি দোকান উচ্ছেদ করে যার জায়গা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। চাঁদপুর সদর এসি ল্যান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কোর্টের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে স্থানীয়ভাবে জানা যায়। এ সময় উৎসুক বহু মানুষের ভিড় জমে যায় সেখানে।
|আরো খবর
সোহেল পাটোয়ারী জানান, সিএস, আরএস ও বিএসে এই জায়গার মালিক তারা। প্রতিপক্ষরা পৌরসভার ভাড়াটিয়া সেজে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ৩০ থেকে ৩৫ বছর ভোগ দখল করে আসছিলো। এ ব্যাপারে আদালতে তারা মামলা করেছেন এবং সর্বোচ্চ আদালত থেকে রায়ও পেয়েছেন।