প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০০:৩৬
নোঙ্গরে মোলহেড ঝুঁকিপূর্ণ হচ্ছে

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বরসহ বিভিন্ন চরাঞ্চলে যাওয়ার ট্রলারগুলো চাঁদপুর বড় স্টেশন মোলহেডের তিনপাশে
|আরো খবর
নোঙ্গর বসিয়ে আটকে রাখা হয় ব্লকের স্বল্পতম ফাঁকা জায়গায়। এতে স্রোতের তীব্রতায় পানির ঢেউয়ে দুলতে থাকা ট্রলারের নোঙ্গরে ভীষণ টান পড়ে, যাতে ব্লকগুলোর মাঝে বিদ্যমান ফাঁকা জায়গা বড়ো হয়ে যাচ্ছে। এই ফাঁকা জায়গায় পানি প্রবেশ করে ব্লক দেবে যেতে পারে। এতে মোলহেড ঝুঁকিপূর্ণ হচ্ছে।
মোলহেডে এ রকম দৃশ্য অহরহ দেখতে পাওয়া যায়। তাই জরুরি ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসক সহ পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন ও পর্যবেক্ষক মহল। ছবি ও প্রতিবেদন :
সেলিম রেজা।