মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৫:৫৪

কচুয়া সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিদায়-বরণ

মো. আলমগীর তালুকদার।।
কচুয়া সরকারি ডিগ্রি কলেজে  অধ্যক্ষের বিদায়-বরণ
কচুয়া সরকারি ডিগ্রি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. আজহারুল ইসলাম ভূইয়াকে ফুল দিয়ে বরণের একাংশ।

কচুয়া সরকারি ডিগ্রি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. আজহারুল ইসলাম ভূঁইয়াকে বরণ ও বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ইয়াহ-ইয়া খানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৪ জুলাই ২০২৫) কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাকসুদা আক্তারের সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের প্রভাষক আল মেশকাতুন নাহার ও জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত অধ্যক্ষ প্রফেসর মো. আজহারুল ইসলাম ভূইয়া। এ সময় তিনি বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান ধরে রাখার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ইয়াহ-ইয়া খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজলী, উপাধ্যক্ষ সোলাইমান মিয়াজী, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্তার জাহান হেলালী, সোলাইমান মেহেদী, কলেজের প্রভাষক আফরোজুন নাহার, জগদীশচন্দ্র সরকার, অর্পণা রাণী দেব, আশেকুর রহমান, শান্তি রঞ্জন সরকার, নাজির আহমেদ মুকুল, তারেকুর রহমান, সরোয়ার হোসেন খোকন প্রমুখ।

এ সময় কলেজের সকল শিক্ষক, অফিস প্রধান নাজমুল হক আক্তার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাবেক সভাপতি আলমগীর তালুকদার ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনাশেষে শিক্ষক পরিষদের পক্ষ থেকে নবাগত ও বিদায়ী অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করা হয়। তাছাড়া কচুয়া সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করা হয়।

প্রসঙ্গত, প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম ১৯৯৬ সালে ১৬ তম বিসিএস-এর মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগদান করেন। শিক্ষকতা পেশা জীবনে তিনি কুমিল্লা মহিলা কলেজ, ফেনী সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজে দক্ষতার সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়