প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৩:৪৮
ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁদপুরের ২ সন্তানের জনকের মৃত্যু

রোববার (১৩ জুলাই ২০২৫) বিকেল ৫ টায় ঢাকার উত্তর বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব পাঠান নামে চাঁদপুরের বাসিন্দা ২ সন্তানের জনকের মৃত্যু হয়েছে।
|আরো খবর
জানা যায়, হাবিব পাঠান প্রতিদিনের ন্যায় স্যানিটারি কাজ করার জন্যে বাসা থেকে কর্মস্থলে যান। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এমতাবস্থায় তাকে মুগদা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাবিব পাঠানের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নামাজে জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।