রবিবার, ১৩ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১৯:৪১

নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান টুটুল।।
নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে নুর নবী (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই ২০২৫) দুপুরে ঘটনাটি ঘটে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না মনগাজী বাড়িতে। সে কচুয়া উপজেলার তুলপাই গ্রামের ছায়েদ আলী হাজী বাড়ির ইমান হোসেনের ছেলে।

নিহতের মামা খোকা গাজী জানান, নুর নবী তার বাবা-মায়ের সাথে এদিন সকালে আমাদের বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়িতে আসার পরে বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করতে বাড়ির উঠানে যায়। এর কিছু সময় পরেই সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাদ আসর জানাজা শেষে তাকে তার নানার বাড়ির কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার বিষয়টি তারা শেষ বিকেলে আমাকে মুঠোফোনে জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়