শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ২১:০১

যৌথবাহিনীর এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ অব্যাহত

অনলাইন ডেস্ক
যৌথবাহিনীর এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ অব্যাহত
চাঁদপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে যৌথবাহিনী।

চাঁদপুর জেলায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রগুলো যৌথবাহিনী কর্তৃক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই সাথে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার্থীরাও তাদের বিষয়ে পরীক্ষা দিয়েছে।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) জানানো হয়, চাঁদপুর সদর ও মতলব উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

সকাল সাড়ে ৯টার সময় এইচএসসি পরীক্ষার কেন্দ্রের সিস্টেম এবং শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্যে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর সদর ও মতলব উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্র সমূহের শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

অপরদিকে যৌথবাহিনী কর্তৃক হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে অভিযান করা হয়। অভিযানে হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্র সমূহের শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত রেখেছে।

ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে টহল অভিযানের মাধ্যমে পর্যবেক্ষণ করেছে যৌথবাহিনী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়