সোমবার, ২৬ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ২১:০১

বেতন-ভাতা পাওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর চাঁদপুরে দারুল আকরাম শিক্ষকদের স্মারকলিপি প্রদান

মো. আবদুর রহমান গাজী
বেতন-ভাতা পাওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর চাঁদপুরে দারুল আকরাম শিক্ষকদের স্মারকলিপি প্রদান

গত ৫ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সারাদেশের ২০২০ জন শিক্ষক ও ১০১০ জন সহায়ক কর্মী।

‘দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা ও সুসংহত করণ প্রকল্প’ (২য় পর্যায়) পাস না হওয়ায় বকেয়া বেতন ও ২ ঈদের বোনাসের দাবিতে সারাদেশে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

রোববার (২৫ জুলাই ২০২৫) শিক্ষকদের কেন্দ্রীয় কমিটি দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবিতে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নিকট এই স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপ-পরিচালকের প্রতিনিধি, সদরের ফিল্ড সুপারভাইজার মো. সালাউদ্দিন, বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি মুনাওয়ার হুসাইন, চাঁদপুর জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন এবং অন্য নেতৃবৃন্দ।

গত ৩১ ডিসেম্বর ২০২৪ প্রকল্পের মেয়াদ শেষ হলেও ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ চাহিদায় প্রকল্পের কার্যক্রম চলমান রাখা হয়, কিন্তু গত ২৪ মে ২০২৫ মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পাস হলেও দারুল আরকাম মাদ্রাসা সমূহের প্রকল্পকে ঝুলিয়ে রাখা হয়। এতে ২ লক্ষাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ যেমন অন্ধকারে, তেমনি ৩ হাজার আলেম শিক্ষক ও সহায়ক কর্মী বেতনহীন মানবেতর জীবন-যাপন করছেন।

শিক্ষকদের দুর্দশা ও হতাশার কথা স্মারকলিপিতে উল্লেখ করে বলা হয়, প্রকল্প জটিলতা নিরসন করে আসন্ন কুরবানি ঈদের আগে বকেয়া বেতন-বোনাস প্রদান ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্প (২য় পর্যায়) পাসসহ ৪ দফা দাবি উল্লেখ করা হয়।

এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের আউটসোর্সিং নীতিমালা ২০২৫ অনুযায়ী অর্থ মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছে। এতে সকল সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহকে এই নীতিমালা বাস্তবায়নের নির্দেশ প্রদান করা হয়। সে আলোকে ধর্ম মন্ত্রণালয় ইফা কর্তৃপক্ষকে সকল আউটসোর্সিং সেবাদানকারীদের বেতন- ভাতা বৃদ্ধি, বৈশাখী ভাতা ও উৎসব ভাতা পরিশোধের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ইফা কর্তৃপক্ষ উল্লিখিত নীতিমালা বাস্তবায়নে নারাজ। বঞ্চিত আউটসোর্সিং কর্মীরা দ্রুত আউটসোর্সিং নীতিমালা ২০২৫ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেছেন এই স্মারকলিপিতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়