প্রকাশ : ২৫ মে ২০২৫, ২০:৫৮
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফের বড়ো ভাইয়ের ইন্তেকাল

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের বড়ো ভাই ও চাঁদপুর জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আতিকুর রহমান হাওলাদারের পিতা মোহাম্মদ আলী হাওলাদার রোববার (২৫ মে ২০২৫) সকাল ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বাদ আসর চাঁদপুর শহরের কোড়ালিয়া আবাসিক এলাকার হাওলাদার বাড়ি মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহছান হাবীব প্রমুখ। জানাজায় দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
জানাজাশেষে পারিবারিক কবরস্থানে মোহাম্মদ আলী হাওলাদারকে দাফন করা হয়।