বুধবার, ২১ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২০ মে ২০২৫, ২২:০৫

এবার ড্রেনের লোহার ঢাকনার ভেতর থেকে আগুন---

গোলাম মোস্তফা
এবার ড্রেনের লোহার ঢাকনার ভেতর থেকে আগুন---
চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে ড্রেনের লোহার ঢাকনা থেকে এভাবেই আগুন জ্বলে উঠে।

চাঁদপুর শহ‌রের হাজী মহ‌সিন রো‌ডের গাঙ্গুলী পাড়ার সাম‌নে সুয়া‌রেজ ড্রেন থেকে হঠাৎ আগুন জ্ব‌লে উঠে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ মে ২০২৫) দুপুরে। ড্রেনের লোহার ঢাকনার ছিদ্র দিয়ে হঠাৎ করেই আগুন দেখ‌তে পায় স্থানীয় দোকানিরা।

এ অবস্থা দেখে স্থানীয়দের মাঝে

আতং‌ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয় জনগণ ও দোকানিরা বোল‌তি সহ অন্যান্য আসবাবপত্র দিয়ে যে যার ম‌তো ক‌রে আগুন নেভ‌ানোর চেষ্টা ক‌রে। কিন্তু এক পর্যায়ে অ‌নেক চেষ্টার পরও আগুন না নেভায় ফায়ার সা‌র্ভিসকে ফোন করে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভা‌তে সক্ষম হয়।

এদিকে আগুনের বিষ‌য়ে স্থানীয় দোকানি ও বাসিন্দারা জানান,

এর পূ‌র্বেও একবার এই ড্রেনের মু‌খে আগুন জ্ব‌লে উ‌ঠে। তখন আমরা পা‌নি দি‌য়ে নেভা‌তে সক্ষম হই। ত‌বে আজকের আগুন পূর্বের আগুন থেকে আরো ভয়ংকর ভাবে জ্বলে উঠে।

তারা আরো বলেন, ফায়ার সা‌র্ভিস দ্রুত সম‌য়ে ঘটনাস্থলে চলে আসায় আগুন নেভা‌নোর ফলে বড়ো ধর‌নের দুর্ঘটনা খে‌কে রক্ষা পায়। না হয় হাজী মহসীন রোডের এই এলাকার বেশ‌ কিছু ব‌্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরের বেশ ক্ষয়ক্ষতি হতো।

উ‌ল্লেখ‌্য, গত দুদিন পূ‌র্বে র‌োববার দুপু‌রে শহ‌রের কদমতলা এলাকায় সা‌বেক মন্ত্রী দীপু ম‌নির বাসার সাম‌নে ড্রেনের মু‌খে ম্যানহোলে বিকট শ‌ব্দে বি‌স্ফোরণ ঘ‌টে। এ‌তে ম্যানহোলের স্লাব ক‌য়েক ফুট উপ‌রে উ‌ঠে যায়। এ ঘটনায় মা ও ছে‌লেসহ তিনজন গুরুতর আহত হয়।

এ‌কের পর এক পৌরসভার ড্রেনের মু‌খে বি‌স্ফোরণ ও ড্রেনে আগুন জ্ব‌লে উঠায় পৌরবাসী আতংকগ্রস্ত হয়ে পড়ছে। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়