প্রকাশ : ১৯ মে ২০২৫, ২১:৫২
ফরিদগঞ্জে বিকাশ প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা খোয়ালো এক ব্যবসায়ী

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস)-এর অন্যতম বিকাশ কাস্টমার কেয়ারের কর্মকর্তা পরিচয় দিয়ে ফরিদগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ৮৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। পরে কুলকিনারা না পেয়ে ফরিদগঞ্জ থানায় জিডি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারের ব্যবসায়ী শাহাদাৎ খান।
|আরো খবর
ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী জানান, তিনি গোয়ালভাওর বাজারে বিকাশসহ মোবাইল আর্থিক সেবাদানকারী ব্যবসায়ী হিসেবে কাজ করেন। রোববার (১৮ মে ২০২৫) বিকেলে ০১৭৩৫৫১২৩৯৪ মুঠোফোন থেকে বিকাশ কাস্টমার কেয়ারের কর্মকর্তার পরিচয় দিয়ে বলেন, তার এজেন্ট নাম্বারে সমস্যা রয়েছে, তা আপডেট করতে হবে। এভাবে নানা কথার ছলে বিকাশ আপডেট করে দেয়ার কথা বলে তার দুটি মুঠোফোন নাম্বারে কল করে ওই চক্রটি। এক পর্যায়ে তাদের কথামতো বিভিন্ন অংকের মোট ২,৮৮,৩২০/- টাকা ট্রান্সফার করেন তিনি। এর মধ্যে ০১৩৩.........৭ নাম্বারে ৫০,০০০/-টাকা, ০১৩৩......৫ নাম্বারে ৪৬,০০০/-টাকা, ০১৯........৮১ নাম্বারে ২৪,০০০/- টাকা, ০১৩.......৮৩ নাম্বারে ৩০,০০০/-টাকা, ০১৩.......৭৭ নাম্বারে ৫০,০০০/- টাকা, ০১৬২.......১৬ নাম্বারে ৩৮,২৪৭ ও ৬,৯০১ টাকাসহ সর্বমোট ২,৮৮,৩২০/- টাকা পেমেন্ট, সেন্ডমানি এবং ক্যাশ আউটের মধ্যে প্রতারক চক্র নিয়ে যায়।
তিনি জানান, পরে তিনি প্রতারণার বিষয়টি বুুঝতে পেরে দ্রুত ফরিদগঞ্জ থানায় এসে জিডি করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, শাহাদৎ খান নামে এক ব্যবসায়ী বিকেলে প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ৩ লাখ টাকা হারানোর বিষয়ে জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।