প্রকাশ : ১৪ মে ২০২৫, ২১:৫৫
শাহতলীতে ভুয়া কবিরাজ
প্রতারণার শিকার অসহায় মানুষ

চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে ভুয়া কবিরাজে সয়লাব। এ সকল কবিরাজের নিকট গিয়ে মানুষ প্রতারণার শিকার হচ্ছে।
জানা যায়, শাহতলী বাজারে ও আশপাশ এলাকায় কবিরাজে সয়লাব হয়ে গেছে। এ সকল কবিরাজের মধ্যে মাও. ওয়াদুদ কারী ও ডা. রফিকুল ইসলাম ছাড়া বাকি সকলেই মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। গ্রামের সহজ সরল মানুষ তাদের মিষ্টি কথায় বিশ্বাস করে তাদের দাবিকৃত টাকা দিয়ে তাবিজ নিয়ে থাকেন। কিন্তু কোনো উপকার পাননি।চাঁদপুর শহর এলাকার জনৈক ব্যক্তি (কবিরাজ হাবিব) রফিক ডাক্তারের জামাইয়ের নিকট হতে তার মেয়ের জন্য ৬ হাজার টাকা দিয়ে তাবিজ নিয়ে কোনো উপকার পান নি। পরে তার নিকট গেলে তিনি উল্টো বকাঝকা দিয়ে বিদায় করে দেন। পরে অসহায় লোকটা চলে যান।
এভাবে তার মতো শাহতলী বাজারে ভুয়া কবিরাজ রয়েছে। এ ব্যাপারে শাহতলী ও আশপাশের লোকজন বলেন, শাহতলী ও আশপাশের এলাকায় অনেক কবিরাজ রয়েছে। এদের মধ্যে মাও. ওয়াদুদ কারী ও ডা. রফিকুল ইসলাম ছাড়া বাকি সবাই মানুষের সাথে প্রতারণা করেন। এদের কাছ থেকে তাবিজপত্র নিয়ে মানুষ প্রতারণার শিকার হয়ে আসছে।
এ ব্যাপারে কবিরাজ হাবিব বলেন, আমি কারো কাছ থেকে বেশি টাকা নেই না। আমার কাছ থেকে তাবিজ নিয়ে মানুষ উপকার পায়।