প্রকাশ : ১২ মে ২০২৫, ২১:৫৮
কুমিল্লার প্রখ্যাত হোমিও চিকিৎসক ডা. প্রমোদ পালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

সোমবার (১২ মে ২০২৫) কুমিল্লা শাসনগাছায় অবস্থিত শ্রীশ্রী গৌর হোমিও হলের স্বত্বাধিকারী ডা. প্রমোদ পালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কুমিল্লা আড়াইওরা কালী বাড়ি ও মহাশ্মশানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রীশ্রীকৃষ্ণ পূজা শেষে মধ্যাহ্নে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আড়াইওরা কালী বাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক অসিত পাল, কোষাধ্যক্ষ ডা. খোকন কুমার নন্দী, কোষাধ্যক্ষ পূর্ণ চন্দ্র রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন নগরীর শাসনগাছা জিয়া মেডিকেল হলের স্বত্বাধিকারী ডা. কানু বিকাশ দে ও জননী মেডিকেল হলের স্বত্বাধিকারী ডা. আশীষ কুমার দে, পুলিশ লাইন গৌরাঙ্গ হোমিও হলের স্বত্বাধিকারী ডা. নারায়ণ চন্দ্র পাল, নগরীর রেসকোর্স গজেন্দ্র হোমিও হলের স্বত্বাধিকারী ডা. প্রাণতোষ দত্ত, জেলা ঐক্য পরিষদ নেতা অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার সহ শত শত নর-নারী।
উল্লেখ্য যে, কুমিল্লার খ্যাতিমান হোমিও চিকিৎসক ডা. প্রমোদ পাল ২০২০ সালের ১২ মে ইহজগতের মায়া-মমতা ত্যাগ করে পরলোকগমন করেন।