শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২১:২৪

অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি

অনলাইন ডেস্ক
অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি

পক্ষাঘাতে শয্যাশায়ী হওয়ার পর সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেও একটি হুইল চেয়ার মেলেনি কটন সপের শ্রমিক ইসমাইলের। অবশেষে তার পাশে দাঁড়ালো ইয়ুথ ফোরাম বাংলাদেশ ও চর্যাপদ সাহিত্য একাডেমি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) বিকেলে ইয়ুথ ফোরাম বাংলাদেশের কার্যালয়ে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে হুইল চেয়ার তুলে দেন ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকী আরএফএসএম, চর্যাপদ একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রণি, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন, চাঁদপুর ল' কলেজের প্রভাষক অ্যাড. রোজিনা চৌধুরী, ওপেন আই-এর প্রতিষ্ঠাতা ইমরান শাকির, স্কুল শিক্ষিকা কামরুন্নাহার বিউটি ও জুয়েলারি মালিক ভুপেষ।

রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকী আরএফএসএম বলেন, আমরা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আশা রাখি আগামীতেও করবো।

হুইল চেয়ারপ্রাপ্ত ইসমাইল হোসেন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেও আমি হুইল চেয়ার পাইনি। আজ চর্যাপদ একাডেমি ও ইয়ুথ ফোরামের আন্তরিকতায় আমার স্বপ্ন পূরণ হলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়