বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২১

কুমারডুগিতে বাস-সিএনজি সংঘর্ষ : হতাহত ৪

অনলাইন ডেস্ক
কুমারডুগিতে বাস-সিএনজি সংঘর্ষ : হতাহত ৪

চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি এলাকায় বোগদাদ বাসের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে শাহজাহান পাটোয়ারী (৪৫) নামে একজন নিহত এবং সিএনজির অপর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে নূরু গাজীর অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) রাত পৌনে দশটার সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের

কুমারডুগি জাফর বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে বোগদাদ পরিবহনের একটি বাস কুমিল্লা যাচ্ছিল। অপরদিকে মহামায়া বাজার থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশা কুমারডুগি ও চানখার বাজারের দিকে আসছিলো। রাতের বেলায় হেডলাইটের আলোতে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারায় বাস ও সিএনজির মধ্যে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সার সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ায় যাত্রীরা হতাহত হয়েছেন।

নিহত সিএনজির যাত্রী একজন দিনমজুর বলে জানা যায়। তিনি মহামায়া বাজার থেকে বাড়ি যাবার জন্যে রওনা হন। তার বাড়ি ঘোষেরহাট এলাকায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়