মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৮:০৫

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

শুধু লেখাপড়া নয়, সব দিক থেকেই আলাদা হতে হবে শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরী স্কুলকে

শুধু লেখাপড়া নয়, সব দিক থেকেই আলাদা হতে হবে শাহরাস্তি  বিয়াম  ল্যাবরেটরী স্কুলকে
মো. মঈনুল ইসলাম কাজল

স্কুলে শুধু লেখাপড়া করলে হবে না, পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, বিতর্ক, শরীর চর্চায় প্রতিভার স্বাক্ষর রাখতে হবে। বিয়াম স্কুল সবার থেকে আলাদা হতে হবে। অভিভাবকগণ কেন তাদের সন্তানদের এখানে পড়াবেন? সেই দিক বিবেচনা করে তাদেরকে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) দুপুরে শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শনে এসে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বিদ্যালয় ভবনের ৫ ম তলার কাজে অনুদান দেয়ার আশ্বাস দেন।

দুপুরে জেলা প্রশাসক মোহসীন উদ্দিন স্কুলে আসলে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক বিদ্যালয় ক্লাস রুমে বসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন । তিনি শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, শিক্ষিকা নুসরাত জাহান, বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়