বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ২০:৪১

১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
অনলাইন ডেস্ক

‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুরের যৌথ আয়োজনে চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও সিভিল সার্জন প্রতিনিধি ডা. আব্দুল্লাহ আল জুবায়ের।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল কুমার সাহার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অটিজম শিশুর অভিভাবকবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চাঁদপুর জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অটিজম জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব ও ন্যায়বিচার নিশ্চিত করা নাগরিক দায়িত্ব। এই দিবসটি সমাজে অটিজমদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গঠনে ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের সবশেষ আদমশুমারি অনুযায়ী, দেশে অটিস্টিক তথা প্রতিবন্ধী শিশুর সংখ্যা আনুমানিক দেড় লাখ। অর্থাৎ বাংলাদেশে ৯ দশমিক ৭ শতাংশ মানুষ প্রতিবন্ধী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়