প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৮:১৫
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজধানীতে আটক : জেল হাজতে প্রেরণ

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অপসারণকৃত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫ ) রাজধানী ঢাকার একটি আদালতে তোলা হলে ২০২৩ সালে পল্টনে সংঘটিত একটি হত্যা মামলার আসামী হিসেবে জেল হাজতে পাঠানো হয়। এর আগে গত সোমবার (২১ এপ্রিল ২০২৫) দিনের কোনো এক সময় রাজধানীতে গোয়েন্দা সংস্থা তাকে আটক করে। বিষয়টি চাঁদপুর কণ্ঠকে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তিনি হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মিয়া বাড়ির মরহুম আব্দুল লতিফ মিয়ার ছেলে।
বর্তমান মিলিয়ে দুবারের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ২০২৪ সালের অক্টোবর মাসে সারাদেশে অপসারণকৃত উপজেলা পরিষদ চেয়ারম্যানগণের মধ্যে আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী একজন।
আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর রক্তসম্পর্কীয় নিকটআত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবার ( ২২এপ্রিল ২০২৫) তাকে আদালতে তোলা হলে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলার আসামী হিসেবে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।