প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৫
আজ 'রং তুলি’র চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের পুরস্কার আজ শনিবার সন্ধ্যা ৬টায় ষোলঘরস্থ উপজেলা অডিটোরিয়ামে এক মনোজ্ঞ আয়োজনের মাধ্যমে প্রদান করা হবে। অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া সকল প্রতিযোগীকে আজ শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।