প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৫৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো ২০২৫’ শুরু

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের আয়োজনে দুদিনব্যাপী (১৮-১৯ এপ্রিল ২০২৫) ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো ২০২৫' শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এ ক্যারিয়ার এক্সপোর উদ্বোধন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মুক্তাদির। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, হেলথ এন্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মুনিরুদ্দিন আহমেদ, ফার্মেসী বিভাগের প্রধান ড. শরীফা সুলতানা ও অধ্যাপক মুনিরুদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সাথে তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং ক্যারিয়ার নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। দু দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো র্যালি, ফার্মা অলিম্পিয়াড, সেমিনার, কর্মশালা, পোস্টার প্রেজেন্টেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
সহস্রাধিক শিক্ষার্থী, অ্যালামনাই ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দেশের শীর্ষস্থানীয় ২০টি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এ ক্যারিয়ার ফেস্টে অংশগ্রহণ করছে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুক্তাদির বলেন, বৈশ্বিক বাজারে আগামী বছর থেকে দেশের ওষুধ শিল্প বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা হারাতে পারে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে রয়্যালটি দিতে হবে। যার ফলে ঔষধের উৎপাদন খরচ বেড়ে যাবে। দামও বাড়বে বলে তিনি আশঙ্কা করেছেন।
আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সাথে গভীর মিথস্ক্রিয়া তৈরি হবে এবং ইন্ডাস্ট্রিগুলোর প্রয়োজনীয়তায় ইন্সটিটিউটগুলো দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করতে সক্ষম হবে, সেখান থেকে ইন্ডাস্ট্রিগুলো ভালো গ্র্যাজুয়েট নির্বাচন করার সুযোগ পাবে। তিনি বলেন, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্যে এনালাইটিক্যাল সায়েন্স এবং অর্গানিক সিনথেটিক কম্পাউন্ড বিষয়ের ওপর এক্সপার্টাইজ খুবই দরকার এবং বিশ্ববিদ্যালয়গুলোকে এ দুটি বিষয়ের ওপর দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করার আহ্বান জানান তিনি।
এক্সপো পরিদর্শনকালে প্রতিক্রিয়া ব্যক্ত করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, আমরা সবসময় চেষ্টা করি ছাত্র-ছাত্রীরা যাতে ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হয়। কারণ, শুধু লেখাপড়া দিয়ে চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করা সম্ভব নয়। তিনি আরো বলেন, স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারেই গার্মেন্টস ও লেদার ইন্ডাস্ট্রির পর বর্তমনে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ দেশে বর্তমান জনসংখ্যা প্রায় ২০০ মিলিয়নের কাছাকাছি। তাছাড়া পরিবেশ দূষণ ও বিপর্যয়ের কারণে আমাদের দেশে রোগবালাই পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। তাই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের সুযোগ পাচ্ছে।