প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২০:৪৮
জনতা ফুড ও সল্ট ফ্যাক্টরিতে মিলাদ মাহফিল

চাঁদপুর জেলার লবণ মিল মালিক সমিতির একমাত্র প্রতিনিধি আবুল কালাম আজাদের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা নূতন বছর ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে ব্যবসার সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) বাদ আসর পুরাণবাজার ট্রাক রোডস্থ টিনবাজার জনতা সল্ট ফ্যাক্টরি এবং বাতাসা পট্টির জনতা ফুড প্রোডাক্ট নামক দুটি প্রতিষ্ঠানে পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শুরুতে এই দুটি প্রতিষ্ঠানে সর্বশক্তিমান আল্লাহর নামে হিসাবের খাতা লিখেন ঐতিহাসিক পুরাণবাজার বড় মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল মাদানী, ছানি ইমাম হাফেজ মাওলানা কবির আহমেদ ও হাফেজ নোমান খান। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং জনতা ফুড ও জনতা সল্ট ফ্যাক্টরির স্বত্বাধিকারী মরহুম খোরশেদ আলম মজুমদার (প্রয়াত সোনা আখন্দের জামাতা) ও তাঁর পরিবারের সদস্যদের জন্যে দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ইব্রাহিম খলিল মাদানী।
এ সময় উল্লেখিত দুটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।