প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ২২:৫৩
কচুয়ায় আলোর দিশারী সমাজসেবা সংগঠনের ঢেউটিন, আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ

কচুয়ায় অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঢেউটিন, আর্থিক সহযোগিতা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ ২০২৫) বেসরকারি সংস্থা আলোর দিশারী সমাজসেবা সংগঠনের উদ্যোগে সদর দক্ষিণ ইউনিয়নের আকানিয়া এলাকায় হতদরিদ্রদের ২ পরিবারকে ঢেউটিন, ৪জনকে নগদ অর্থ, ৩০জনকে শাড়ি ও ৫জন প্রতিবন্ধীকে ঈদের পোশাক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান পাঠান, সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশীদ, সহ-সভাপতি হাবিব ফকির, সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আহমেদ, উপদেষ্টা ও দাতা হাজী লোকমান শেখ, হাজী জয়নাল ফকির, এনসিসি ব্যাংকের কর্মকর্তা মাহবুব আলম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম প্রধান, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, আহসান ফকির, আবিদ পাটওয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
|আরো খবর