বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১৬:২৪

ইয়ুথ ফোরাম বাংলাদেশ ও চর্যাপদ একাডেমির যৌথ উদ্যোগে সেলাই মেশিন ও ঈদের পোশাক উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
ইয়ুথ ফোরাম বাংলাদেশ ও চর্যাপদ একাডেমির যৌথ উদ্যোগে সেলাই মেশিন ও ঈদের পোশাক উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইয়ুথ ফোরাম বাংলাদেশ ও চর্যাপদ সাহিত্য একাডেমির যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের সেলাই মেশিন ও ঈদের পোশাক উপহার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ মার্চ বিকেল ৪টায় ইয়ুথ ফোরাম বাংলাদেশের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

ইয়ুথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকীর সভাপতিত্বে ও চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মিজানুর রহমান স্বপন, জেলা শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত গিটারিস্ট দিলীপ ঘোষ, ওপেন আই-এর প্রতিষ্ঠাতা ইমরান শাকির, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার সাহিত্য সম্পাদক নাজমুল ইসলাম, চর্যাপদের আর্কাইভ ও নথিব্যবস্থাপনা পরিচালক আল-আমিন সানি, মানবাধিকারকর্মী ওমর ফারুক, ইসমাইল প্রধানিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন যুব রেডক্রিসেন্টের সদস্য লিসান ও ফাহিম।

ইয়ুথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী বলেন, এ বছর আমরা ১০ জন নারীকে সেলাই মেশিন উপহার প্রদান করেছি এবং ৩০ জন নারীকে ঈদের পোশাক উপহার দিয়েছি। আশা করি, আগামী বছর আরও বড় পরিসরে এ আয়োজন করবো।

চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, সমাজে নারীরা স্বাবলম্বী হলে, আগামী প্রজন্মও স্বাবলম্বী হয়ে উঠবে। পিছিয়ে পড়া নারীরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেজন্যে আমাদের এমন উদ্যোগ। মূলত ইয়ুথ ফোরাম বাংলাদেশের আন্তরিকতার কারণেই এ আয়োজন সফল করতে পেরেছি আমরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়