প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২২:২৬
মতলব উত্তরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

মতলব উত্তরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এক গৃহবধূ (৩৫) ধর্ষণের শিকার হয়েছে।
সোমবার (১৭ মার্চ ২০২৫) রাত ১১টার সময় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত আব্দুল মজিদ নামে একজনকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক। ভুক্তভোগী গৃহবধূ ঢাকার আশুলিয়া থানা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে মুক্তা মনির বাড়িতে ভুক্তভোগী গৃহবধূ বেড়াতে আসলে রাতে বাথরুমে যাওয়ার পথে আ. মজিদ প্রকাশ টুটুলের(৪৩) সহায়তায় মো. মামুন(৪৫) মুখ চেপে ধরে ওই বাড়ি সংলগ্ন জনৈক নিজাম উদ্দিনের বাগানে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) সন্ধ্যায় ওই গৃহবধূ বাদী হয়ে মতলব উত্তর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে জড়িতদের মধ্যে আব্দুল মজিদকে গ্রেফতর করে পুলিশ।
মতলব উত্তর অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, এ ঘটনায় পর অভিযুক্ত আ. মজিদ প্রকাশ টুটুলকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।