শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২১:১০

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ছাত্র ও যুব ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ
শিশু-নারী ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চাঁদপুরে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখছেন জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর হোসেন।

শিশু-নারী ধর্ষণ, খুন-নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চাঁদপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে শহরের শপথ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সোমবার (১০ মার্চ ২০২৫) বিকেলে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যুব ইউনিয়ন চাঁদপুর জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন ইয়াছিন, শহর যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নূরে আলম নূর, ছাত্র ইউনিয়নের জেলা সদস্য আসমা আক্তার ও ফাতেমা আক্তার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার, শিক্ষক নেতা মোজাম্মেল হোসেন ঢালী, মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক পবন সরকার, নাট্যকর্মী মোখলেছুর রহমান।

সভায় নেতৃবৃন্দ বলেন, সারাদেশে এখন অরাজক পরিস্থিতি বিরাজ করছে। নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন উল্লেখযোগ্যভাবে বেড়ে চলছে। আইনের শাসন নেই বললেই চলে। মানুষ এখন নরপশু হয়ে গেছে। এদের হাত থেকে নিষ্পাপ শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না। ক্রমাগত এসব ন্যাক্কারজনক ঘটনা বেড়ে ওঠার পেছনে মব জাস্টিস ও ধর্মীয় বক্তাদের নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যই দায়ী। যারা আছিয়ার মতো নিষ্পাপ মেয়েদেরকে ধর্ষণ- নির্যাতন করেছে তাদেরকে ফাঁসি দিতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা অবনতির জন্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়