প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭
শাখা সিঁদুর যে কাইড়া নিলো তার বিচার চাই
স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী : বাবা হত্যার বিচার চাইলেন সন্তানরা
চাঁদপুর শহরের বিপনীবাগ টিপটপ সেলুন কর্মচারী রাজু কর্তৃক নির্মমভাবে দধি ও মিষ্টান্ন ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যাকারী ঘাতকের সঠিক বিচার চাইলেন ৩ সন্তান ও তার স্ত্রী উষা রানী ঘোষ।
|আরো খবর
১৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে নারায়ণ ঘোষের ঘোষপাড়াস্হ বাসভবনে গেলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা দেখা যায়, তার স্ত্রী সন্তানদের যেনো আহাজারি থামছে না। মা ৩ সন্তানকে নিয়ে বসে আছে। এ যেনো পাখির ডানার নীচে সন্তানরা আশ্রয় নিয়েছে। এমনভাবেই মা তার ৩ সন্তানকে ঘিরে বসে শুধু আহাজারি করছেন। এ যেনো এক করুন হৃদয়বিদারক দৃশ্য। ২ ছেলে ও ১ মেয়ে বাবাকে হারিয়ে অসহায় সন্তানেরা। বাবা ছিলেন তাদের বটগাছ এবং সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবাকে নির্মমভাবে হত্যায় করায় এখন তাদের বেঁচে থাকার স্বপ্নগুলো যেনো অসম্ভব হয়ে গেলো। দুটো ছেলেই এখন বেকার। এতো তাড়াতাড়ি বাবাকে হারাতে হবে, তা যেনো তাদের কাছে কল্পনা হয়ে দাঁড়িয়েছে। এখন চোখ খুললেই দেখেন অন্ধকার।
৩ টি সন্তান শুধু জানতে চায়, বাবার কী, অপরাধ ছিলো? যদি বাবা এমন কোনো অপরাধ করে থাকে তাহলে কী, দেশের প্রচলিত আইনে বিচার করা যেতো না? একজন মানুষ অপরাধ হলেও কী, তাকে এভাবে নির্মম হত্যার শিকার হতে হবে? আমরা কিছু বলতে চাই না, আমরা শুধু বলবো, এই হত্যার মুল রহস্য কী? হত্যাকারী ঘাতকের সঠিক বিচার চাই।
অপরদিকে একইভাবে, আহাজারির মধ্য দিয়েই স্বামীর হত্যার বিচার চাইলেন স্ত্রী উষা রানী ঘোষ। তিনি আহাজারি করতে করতে বলেন, আমার ৩ সন্তানকে যে বা যারা অসহায় করে দিল, সৃষ্টিকর্তা যেনো তাদের বিচার করে। আমার শাখা সিঁদুর যে কাইড়া নিলো, তার বিচার ভগবান যেনো করে। আমি যেনো সঠিক বিচার পাই।