রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮

পাঁচ দফা দাবিতে সিভিল সার্জনকে চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

পাঁচ দফা দাবিতে সিভিল সার্জনকে চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি
মো. রবিউল হাসান

এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি না দেয়াসহ ৫ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা ও ওয়ার্ড বর্জনের পাশাপাশি মানববন্ধন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের পর সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দিয়েছেন চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১২টায় চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনকে এই স্মারকলিপি দেয়া হয়।

সে সময় ইন্টার্ন চিকিৎসক সাফায়াত সাজিদ জানান, আমাদের ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে হাসপাতালের জরুরি বিভাগের আওতাভুক্ত থাকবে। আমরা চাই দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেয়া হোক।

চাঁদপুর মেডিকেল কলেজের

ফাইনাল ইয়ারের শিক্ষার্থী রবিউল হাসান জানান, আমাদের দাবিগুলো যৌক্তিক। তাই দাবিগুলো মেনে নিতে হবে। দাবি আদায় না হলে আমরা ক্লাসে ফিরে যাবো না।

সে সময় চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর সদস্য এবং মেডিকেল কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারাদেশব্যপী এই কর্মসূচি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়