সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০

ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শামীম হাসান
ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত বর্ণমালা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতায় ২৯টি ইভেন্টে প্রায় ১৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৪টি ইভেন্টে অভিভাবক, অতিথি ও শিক্ষকদের খেলা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫ ) বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৮ সালে ফরিদগঞ্জ পৌরসভা সদরে উপজেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেন। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল দৃঢ় করার উদ্দেশে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বর্ণমালা কিন্ডারগার্টেনের নুরুন্নবী নোমানের সভাপতিত্বে এবং মো. গিয়াস উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম ও প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মামুন হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কিন্ডারগার্টেনগুলো শিক্ষাক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশুদেরকে শিক্ষার পাশপাশি নিয়মিত ক্রীড়াচর্চা করাতে হবে। ভবিষ্যতের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে এসব শিক্ষার্থীকে সঠিক শিক্ষা দিতে হবে। দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে, তাই আগামীর বাংলাদেশের জন্যে চাই পরিপূর্ণ একজন নাগরিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়