সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৯

ফরিদগঞ্জ প্রেসক্লাবে ভাষা শহিদদের স্মরণ ও সাধারণ সভা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ প্রেসক্লাবে ভাষা শহিদদের স্মরণ ও সাধারণ সভা

বায়ান্ন'র ভাষা আন্দোলনে মহান ভাষা শহিদদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল, একই সাথে ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বায়ান্ন'র ভাষা আন্দোলনে মহান শহিদ, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ এবং জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন শেষে আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ আক্তার হোসেন। পরে সভাপতির অনুমতিক্রমে সংগঠনের সদস্যরা দেশ ও মানুষের স্বার্থে সংবাদ পরিবেশনের গুরুত্বারোপ করে বক্তব্য পেশ করেন। এছাড়া আগামী ১৫ মার্চ শনিবার ফরিদগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিলের দিন ধার্য করা হয়।

সভা শেষে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যের মাঝে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

সভায় সংগঠনের গঠনতন্ত্র সংশোধনীসহ গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, নাছির পাঠান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ. ছোবহান লিটন, সদস্য মো. মহিউদ্দিনসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়