শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২১

চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মনির মুন্সি ও সাধারণ সম্পাদক সেলিম

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মনির মুন্সি ও সাধারণ সম্পাদক সেলিম

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, চাঁদপুর জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে মো. মনির হোসেন মুন্সী ও সাধারণ সম্পাদক পদে সেলিম মিয়া সহ অন্যরা জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) রাতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে নির্বাচন পরিচালনাকারী কমিটি জয়লাভকারীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান ও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. সানজিদ হাসান সানি। এ সময় নির্বাচন পরিচালনার দায়িত্বে সমিতির রেজিস্ট্রারিং অথরিটি কমিটির সদস্যরা ছিলেন।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন -২০২৫-এর কার্যকরী পরিষদের জয়ী ও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন :

নবনির্বাচিত সভাপতি মো. মনির হোসেন মুন্সী (২৩৫ ভোট), নিকটতম প্রার্থী মো. মিজানুর রহমান মৃধা (১৩৫ ভোট); সহ-সভাপতি : আবু জাফর সিকদার (১৯৭ ভোট), নিকটতম প্রার্থী নুর মোহাম্মদ খান (১৬৪ ভোট)।

সাধারণ সম্পাদক : সেলিম মিয়া (২১৭ ভোট), নিকটতম প্রার্থী মো. মজিবুর রহমান (১৫২ ভোট)। সহ-সম্পাদক : মোস্তফা কামাল পাভেল (২৬৩ভোট), নিকটতম প্রার্থী মো. মজিব বেপারী (১১২ভোট) । সাংগঠনিক সম্পাদক : মো. বিল্লাল হোসাইন মিয়াজি, (২৩৬ভোট), নিকটতম প্রার্থী মো. মোজাম্মেল খান ১৩৬ ভোট।

কোষাধ্যক্ষ : মো. শিপন বাবু (২৪৬ ভোট), নিকটতম প্রার্থী মো. ইয়াছিন (১২৮ভোট)। কার্যকরী পরিষদ সদস্য : ১ম মো. কাউছার আলম (২৩৬ ভোট), ২য় বোরহান উদ্দিন (১৮৫ ভোট), ৩য় মফিজুল ইসলাম (১০৭ভোট), ৪র্থ মো. আলমগীর হোসেন (১০১ভোট)। জেনারেল অডিটর : মো. আমির হোসেন (২৫৯ভোট), নিকটতম প্রার্থী মো. আমিনুর রহমান তপাদার (১০৯ ভোট)। রানিং অডিটর : নাদিম হোসাইন (২৫১ভোট), নিকটতম প্রার্থী মো. ইয়াছিন হোসেন (১২০ভোট)। সভাপতি (নিয়ন্ত্রণ পরিষদ) : মো. নাছির উদ্দিন আকাশ (২৪৪ভোট), নিকটতম প্রার্থী মো. নুরুল ইসলাম গাজী (১১৭ভোট)। সম্পাদক (নিয়ন্ত্রণ পরিষদ): মো. কাউছার হোসেন (২৬৫ ভোট), নিকটতম প্রাথী মো. আ. কাদের (৯৮ ভোট) । সদস্য (নিয়ন্ত্রণ পরিষদ) : ১ম-মো. ফয়সাল মিয়াজি (২১৩ ভোট), ২য়-মো. হাসান দিদার (১৭৬ ভোট), ৩য়-মো. মেহেদী হাসান (১৩৪ভোট), ৪র্থ-মো. তাহের গাজী (১১৭ভোট)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়