শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৬

ফরিদগঞ্জে সম্পত্তি নিয়ে সংঘর্ষ।। থানায় অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি
ফরিদগঞ্জে সম্পত্তি নিয়ে সংঘর্ষ।। থানায় অভিযোগ

১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর চরবড়ালী কাদির বক্স পাটোয়ারী বাড়িতে সম্পত্তি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে। এ নিয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছে এক পক্ষ।

অভিযোগের আলোকে জানা যায়, কাদির বক্স পাটোয়ারী বাড়ির আলমগীর হোসেন ও জাহাঙ্গীর আলম গং সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ৯টার দিকে একই বাড়ির ফরিদ গংয়ের ঘরে অতর্কিত হামলা করে। এতে ফরিদের মা, বোন, ভাইয়ের স্ত্রী ও তার নিজের স্ত্রীসহ কয়েকজন মারাত্মক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় জাহাঙ্গীর গং ফরিদ গংয়ের ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে দেয় এবং স্বর্ণের চেইন নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিষয়টি নিয়ে অভিযোগকারী ফরিদ হোসেন বলেন, হামলাকারী আলমগীর হোসেন ও জাহাঙ্গীর গং দীর্ঘদিন যাবত আমাদের পৈত্রিক সম্পত্তি জোর করে দখল করে আছে। সেই সম্পত্তির ওপর আমরা কোনোরকম দখল নিতে চাইলেই তারা আমাদের ওপর নির্যাতন করে। ইতঃপূর্বে আরো অনেকবার আমাদের ওপর হামলা করা হয়েছে। এ বিষয়ে উল্টো হামলাকারীরা আদালতে কয়েকবার মামলা করলেও সেই মামলায় আমরা রায় পেয়েছি। কিন্তু তারা আমাদের সম্পত্তি বুঝিয়ে দেয় না। অন্যদিকে অভিযুক্ত জাহাঙ্গীর গংয়ের সাথে কথা হলে তারা বলেন, আমরা ফরিদের পিতা মিয়াজ উদ্দিন থেকে সম্পত্তি কিনেছি। কিন্তু ফরিদরা আমাদের সম্পত্তি বুঝিয়ে দেয় না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়