প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫
স্ট্র্যান্ড রোডের সাবেক ব্যবসায়ী আইয়ুব আলী পাটওয়ারীর ইন্তেকাল
![স্ট্র্যান্ড রোডের সাবেক ব্যবসায়ী আইয়ুব আলী পাটওয়ারীর ইন্তেকাল](/assets/news_photos/2025/02/14/image-58925-1739508390bdjournal.jpg)
চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডস্থ চৌধুরী ঘাট টিন ব্যবসায়ী পাটওয়ারী ট্রেডার্সের স্বত্বাধিকারী ও জিটি রোড উত্তরের বিষ্ণুদী পাটওয়ারী বাড়ি নিবাসী আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী (৮৮) আর বেঁচে নেই। তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) রাত ১২টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজা শুক্রবার বাদ জুমা জিটি রোড উত্তর বিষ্ণুদী বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হবে। তিনি মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।