মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০১

ফরিদগঞ্জে চল্লিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক।। সহকারী শিক্ষকও নেই ১২০ পদে

অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জে ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪০টি বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক। আর সহকারী শিক্ষকের ১৩৩৫টি পদের মধ্যে ১২০টি পদ রয়েছে শূন্য। ফলে স্কুলগুলোতে প্রশাসনিক ও শিশুদের পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

শুধু তাই নয়, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ইউইও তথা সাবেক এটিইও) ৮টি পদের মধ্যে ৫টি পদই শূন্য রয়েছে দীর্ঘদিন যাবৎ। ফলে স্কুল পরিদর্শন ও দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। এতে স্বাভাবিক কার্যক্রম চালাতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা।

অভিভাবক ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যরা জানান, আমাদের কোমলমতি শিশু শিক্ষার্থীরা শিক্ষকের অভাবে পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া এখানে এ সমস্যা নিরসনে বিকল্প কোনো ব্যবস্থা করা হচ্ছে না। অপরদিকে অনেক শিক্ষক প্রশিক্ষণে থাকায় এই সঙ্কটের মাত্রা বেড়েই চলেছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট শূন্যপদের তালিকা পাঠানো হয়েছে। আশা করি কম সময়ের মধ্যে এ সমস্যা নিরসন করা যাবে। তবে সহকারী শিক্ষা কর্মকর্তার ৫টি পদ শূন্য থাকায় স্বাভাবিক অফিস কার্যক্রম চালাতে ও স্কুলগুলো নিয়মিত পরিদর্শন করাতে না পারায় শিক্ষার মান ঠিক রাখা কষ্ট হচ্ছে বলে জানান তিনি। সূত্র : দৈনিক ইত্তেফাক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়