রবিবার, ১৩ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০১:৩৮

ডাস্টবিন না থাকার পরও পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতায় আর্বজনা অপসারণ

অনলাইন ডেস্ক
ডাস্টবিন না থাকার পরও পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতায় আর্বজনা অপসারণ

ডাস্টবিন বা ময়লার পাত্রের অভাবে চাঁদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের কাজ করতে অনেক কষ্ট হয়। ময়লা যেখানে সেখানে ফেলার কারণে রাস্তাঘাট, ড্রেন অপরিষ্কার থাকে, যা পরিচ্ছন্নতা কর্মীদের জন্যে অতিরিক্ত কাজ তৈরি করে। এছাড়া ময়লা থেকে বিভিন্ন রোগজীবাণু ছড়ানোর সম্ভবনা থাকে, যা তাদের স্বাস্থ্যের জন্যেও ক্ষতিকর। প্রাচীন চাঁদপুর পৌরসভার পুরাণবাজার এলাকার অনেক জায়গায় ডাস্টবিন নেই। এমন পরিস্থিতিতে স্থানীয় পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতায় প্রতিদিনকার ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পুরাণবাজার পৌর দাতব্য চিকিৎসালয় কেন্দ্র থেকে ময়লা-আবর্জনা অপসারণে পরিচ্ছন্নতা কর্মীদের সাথে কাজটি তদারকি করেন মো. বদিউজ্জামান বদু।

পৌর প্রশাসকের নিকট পুরাণবাজারের সচেতন মহলের অনুরোধ : ড্রেনস্লাবের ওপর মহল্লা ভিত্তিক ছোট ছোট ডাস্টবিন নির্মাণ করলে রাস্তার উপর ময়লা আবর্জনা ফেলে রাখার পথ বন্ধ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়