প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৭
চাঁদপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স
নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে
------চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ
![নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে](/assets/news_photos/2025/02/10/image-58820-1739202670bdjournal.jpg)
চাঁদপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। সবাই মিলে একত্রে কাজ করলে কাজ এগিয়ে যাবে। শিশু আসামি, আলামত ও জব্দকৃত স্থানের সুনির্দিষ্ট তথ্য দিতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাজেয়াপ্ত সঠিককরণ করতে হবে।
|আরো খবর
কনফারেন্সে বক্তব্য রাখেন পিবিআইর এডিশনাল ডিআইজি এসএম মোস্তাইন, চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসীমউদ্দিন মেহেদী হাসান প্রমুখ। কনফারেন্সে উপস্থিত ছিলেন চাঁদপুর বিচার বিভাগের বিচারকবৃন্, ৮ উপজেলার অফিসার ইনচার্জসহ নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।