প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭
১টি সীলগালা, ৩টিতে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর শহরে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
![চাঁদপুর শহরে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান](/assets/news_photos/2025/02/10/image-58810-1739196537bdjournal.jpg)
চাঁদপুর শহরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মানহীন একটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ও নানা অনিয়মের দায়ে ৩টিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. রাজন কুমার দাস জানান, চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়েছে৷ অভিযান অব্যাহত থাকবে৷ তিনি জানান, কোনো প্রকার নিয়মনীতি না মেনে, অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে শহরের মিশন রোড এলাকার আল রাফি ডায়াগনস্টিক সেন্টারটি সীলগালা করা হয়। এ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিলো।বাস্তবেও তার সত্যতা পাওয়া গেছে৷
এছাড়া এক্স-রে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক পরিচালনা, অনুমোদিত টেকনিশিয়ান না থাকা এবং নানা অনিয়মের দায়ে স্টেডিয়াম রোড এলাকার ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুম সীলগালা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা।
একই এলাকার নিউ ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারে নোংরা পরিবেশ এবং অব্যবস্থাপনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্স-রে টেকনিশিয়ান না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় মুক্তিযোদ্ধা সড়কস্থ গ্রীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।