মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭

১টি সীলগালা, ৩টিতে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাঁদপুর শহরে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মানহীন একটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ও নানা অনিয়মের দায়ে ৩টিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. রাজন কুমার দাস জানান, চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়েছে৷ অভিযান অব্যাহত থাকবে৷ তিনি জানান, কোনো প্রকার নিয়মনীতি না মেনে, অবৈধভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে শহরের মিশন রোড এলাকার আল রাফি ডায়াগনস্টিক সেন্টারটি সীলগালা করা হয়। এ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিলো।বাস্তবেও তার সত্যতা পাওয়া গেছে৷

এছাড়া এক্স-রে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক পরিচালনা, অনুমোদিত টেকনিশিয়ান না থাকা এবং নানা অনিয়মের দায়ে স্টেডিয়াম রোড এলাকার ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুম সীলগালা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা।

একই এলাকার নিউ ডেল্টা ডায়াগনস্টিক সেন্টারে নোংরা পরিবেশ এবং অব্যবস্থাপনার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্স-রে টেকনিশিয়ান না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় মুক্তিযোদ্ধা সড়কস্থ গ্রীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়