প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫
ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত তিন আসামী আটক
![ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত তিন আসামী আটক](/assets/news_photos/2025/02/08/image-58749-1739019615bdjournal.jpg)
ফরিদগঞ্জ থানা পুলিশ সাজাপ্রাপ্ত তিন আসামীকে আটক করেছে। এরা হলেন : মানুরী গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক হোসেন, ডুমুরিয়া গ্রামের প্রয়াত সফিউল্লাহ মোল্লার ছেলে আব্দুর রহিম মোল্লা এবং গোবিন্দপুর গ্রামের বাচ্চু পাটওয়ারীর ছেলে মোস্তফা পাটওয়ারী।
থানা পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে আড়াই বছরের জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী মো. ফারুক হোসেনকে মানুরী গ্রাম থেকে, সিআর মামলার ৫ মাসের সাজাপ্রাপ্ত ও একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আব্দুর রহিম মোল্লাকে ডুমুরিয়া এলাকা থেকে এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোস্তফা পাটওয়ারীকে গোবিন্দপুর গ্রাম থেকে আটক করে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহআলম জানান, আটককৃতদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।