রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭

ফরিদগঞ্জের ঈগল এগ্রো ফার্মে মাদকসেবীদের হানা, আতঙ্কিত খামারিরা

ফরিদগঞ্জের ঈগল এগ্রো ফার্মে মাদকসেবীদের হানা, আতঙ্কিত খামারিরা
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জে মাদকসেবীদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে ঈগল এগ্রো ফার্ম নামে একটি খামারের খামরিরা। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু ক্ষতির সম্মুখীন তারা হচ্ছেনই। ফলে বাধ্য হয়ে তারা আইনের আশ্রয় নিচ্ছেন।

জানা গেছে, ৫ বছর পূর্বে প্রায় ১০ একর জমি নিয়ে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চরবড়ালি গ্রামে ঈগল এগ্রো ফার্ম নামে একটি ফার্ম গড়ে তোলেন মাসুদ পারভেজসহ কয়েকজন। ছাগল চাষ, কৃষি আবাদ, মাছের আবাদ এবং সর্বশেষ গরুর ফার্ম করার জন্যে তারা ধীরে কাজ করছেন।

প্রজেক্টের ম্যানেজার সাহাব হোসাইন জানান, তিনি প্রজেক্টের সবকিছু দেখভাল করেন। গত কয়েক মাস ধরে এই প্রজেক্টে রাতের আঁধারে অজ্ঞাত লোকজনের আসা যাওয়া বাড়ছে। এরা প্রজেক্টের বিভিন্ন ক্ষতি করছে। ইতঃপূর্বে আমের বাগান থেকে আম নিয়ে যেতো। ছাগলও নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু ইদানীং এই চক্রটি কৃষি প্রজেক্টে বেগুন, পেঁপেসহ বিভিন্ন গাছগাছালি ভেঙ্গে ফেলছে বা উঠিয়ে পানিতে ফেলে দিচ্ছে। এ সকল মূল্যবান গাছ বিনষ্ট করার কারণে প্রজেক্ট ক্ষতির সম্মুখীন হচ্ছে।

প্রজেক্ট মালিক মাসুদ পারভেজের পক্ষে এ এম টুটুল পাটওয়ারী জানান, মাসুদ পারভেজসহ তারা এই ফার্মটি গড়ে তোলার চেষ্টা করছেন। কিন্তু ইদানীং মাদকসেবীদের কারণে তারা ক্ষতির মুখে পড়েছেন। তারা আবাদকৃত ফসল বিনষ্ট করার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। আমরা আতিঙ্কত হয়ে পড়েছি। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়